জাপান উচ্চশিক্ষার এক অন্যতম জনপ্রিয় স্থান। আর এই দেশে উচ্চশিক্ষায় প্রণোদনা দেওয়ার জন্য দেওয়া হয় অনেক স্কলারশিপ। জাপানের অন্যতম জনপ্রিয় ও প্রথিতযশা স্কলারশিপ প্রোগ্রাম হল মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি। এটি মনবুশো, মেক্সট নামেও পরিচিত। এই স্কলারশিপ প্রোগ্রামে যাত্রা শুরু করে ১৯৫৪ সাল থেকে। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাপানী বিশ্বিদ্যালয়ে অধ্য্যনের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যায়। অথবা, সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও আবেদন করা যায়।
November 21, 2022
মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি (জাপান)
Author By admin Categories উচ্চ শিক্ষা, এশিয়া, জাপান
hsc পরে বিশ্ব সেরা ১০ স্কলারশিপ, আমি যেভাবে মনবুশো স্কলারশীপ পেয়েছিলাম, উচ্চ শিক্ষায় জাপান ২০২৩, জাপান উচ্চশিক্ষা ২০২০, জাপান মাস্টার্স খরচ, জাপান মাস্টার্স স্কলারশিপ, জাপান সরকারি স্কলারশিপ, জাপান স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে, জাপানি ভাষা শিক্ষা, জাপানে উচ্চ শিক্ষা, জাপানে উচ্চশিক্ষা, জাপানে স্কলারশিপ, জাপানে স্কলারশিপে উচ্চশিক্ষা, টেকনিক্যাল ইন্টার্ন, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য জাপান, বিশ্ব সেরা ১০ স্কলারশিপ, মনবুকাগাকুশো (mext) স্কলারশিপ, সেরা ১০ স্কলারশিপ