Loading...
November 22, 2022

নিজেই করুণ নিজের আবেদনের আজকের পর্ব সাজানো হয়েছে বিশ্বের অন্যতম এক ধনী দেশকে নিয়ে, যে দেশ উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত এবং ১৯২১ সালে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে। আমার আশা অনেকেই বুঝতে পেরেছেন আজ  আমরা কথা বলবো আয়্যারল্যান্ডে উচ্চশিক্ষা নিয়ে। তাহলে আর দেরী না করে শুরু করে দেই আজকের আলোচনা আর আপনারাও তৈরি হয়ে যান আয়্যারল্যান্ডে উচ্চশিক্ষার জন্য – নিজেরাই করে ফেলুন নিজের আবেদন।

কেন আয়ারল্যান্ডে পড়তে যাবেন?

ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। বর্তমানে অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড দেশটির অফিসিয়াল নাম “রিপাবলিক অফ আয়ারল্যান্ড” আর অফিসিয়াল ভাষা আইরিশ ও ইংরেজী। এই দেশটির বৃহত্তম শহর ও রাজধানী হল ডাবলিন। ঐতিহ্য ও সাংস্কৃতির উৎকর্ষে অবস্থিত এই দেশে মুদ্রা ইউরো। এই দেশ মূলত শীত প্রধান এবং এই দেশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকে। আয়ারল্যান্ডের আয়তন ৭০,২৭৩ বর্গকিঃমিঃ আর  লোকসংখ্যা ৪৭,৫৭,৯৭৬ জন। এই দেশের মাথাপিছু আয় প্রায় ৬৯,০০০ মার্কিন ডলার। তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আয়ারল্যান্ড সেঞ্জেনভুক্ত দেশ নয়। তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষার আশায় চলে আসছে আয়ারল্যান্ডে।

এই দেশের অন্যতম অফিসিয়াল ভাষা ইংরেজী হওয়ায় অনেক কোর্স রয়েছে ইংরেজী ভাষায়। এই দেশে ব্যাচেলর ডিগ্রি সাধারণত ৩ – ৪ বছরের হয়ে থাকে, মাস্টার্স ১.৫ – ২ বছর এবং ডক্টরেট ৩-৪ বছরের হয়ে থাকে। তাই আপনার জন্যও হতে পারে এই দেশ বিদ্যাশিক্ষার অন্যন্য স্থান।

Study in Ireland
Image Source: internet

কোর্স সার্চ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো World Ranking এর তালিকায় উপরের দিকে অবস্থিত হওয়ায় অনেকেই এই দেশে পড়াশুন ও উচ্চ শিক্ষার জন্য আসতে চায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জনপ্রিয় কিছু কোর্স –

অ্যাকাউন্টিং, অ্যাগ্রিকালচার, অ্যানাটমি, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, আর্কিটেকচার, ডিজাইন, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, অডিও ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন স্টাডিজ, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, বায়োকেমিস্ট্রি, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, সিরামিকস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া, ডান্স, ড্রামা, ই-কর্মাস, ইকোনমিকস, একাউনট্যান্সি, এবরোজিনাল এন্ড ইনডিজিনাস স্টাডি, অলটারনেটিভ মেডিসিন, এনথ্রপলজি, অ্যাপায়েড ম্যাথমেটিকস, একুয়াকালচার, কেমিষ্ট্রি, এনভায়রোনমেন্টাল স্টাডিজ, বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে ডিগ্রি অর্জন করা যায়।

কয়েকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ঃ

১. ডাবলিন সিটি ইউনিভার্সিটি (www.dcu.ie )
২. ন্যাশনাল ইউনিভার্সিটি অব অ্যায়ারল্যান্ড (www.nuigalway.ie )
৩. ট্রিনিটি কলেজ, ডাবলিন (www.tcd.ie )
৪. ইউনিভার্সিটি কলেজ, ডাবলিন (www.ucd.ie )
৫. রকওয়েল কলেজ (www.rockwellcollege.ie )
৬. গ্রিফিথ ইউনিভার্সিটি (www.gcd.ie )
৭. অ্যাথোলেন ইনস্টিটিউট অব টেকনোলজি (www.ait.ie )

Study in Ireland
Image Source: internet

আয়ারল্যান্ডে পড়তে যাবার জন্য নূন্যতম যোগ্যতা

আয়ারল্যান্ডে বছরে দুইটি সেমিস্টার পড়ানো হয়। একটি ফল সেমিস্টার অপরটি স্প্রিং সেমিস্টার। ফল সেমিস্টার চলে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আর স্প্রিং সেমিস্টার চলে জানুয়ারি থেকে মে পর্যন্ত।

ব্যাচেলর প্রোগ্রামে যদি এই দেশে পড়তে চান তাহলে আপনার থাকতে হবে ১২ বছরের শিক্ষাজীবন অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। আর আপনাকে IELTS-এ ৫.৫ থেকে ৬.০ পয়েন্ট পেতে হবে অথবা TOEFL-এর CBT-তে ২১৩ বা IBTতে ৭৯ থেকে ৮০ পয়েন্ট হতে হবে। অন্যদিকে, আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার থাকতে হবে ১৬ বছরের শিক্ষাজীবন অর্থাৎ, আপনাকে শেষ করতে হবে ব্যাচেলর ডিগ্রী। এবং আপনাকে IELTS-এ ৬.০ থেকে ৬.৫ পয়েন্ট পেতে হবে অথবা TOEFL-এর CBT-তে ২১৩ থেকে ২৩৭ বা IBT-তে ৭৯ থেকে ৯৩ পয়েন্ট থাকতে হবে। আপনার GRE/GMAT প্রয়োজন হবে কি না সেটা নির্ভর করবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তার উপর।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

সাধারণত ফল সেমিস্টারে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভর্তি হয় আয়ারল্যান্ডে। স্প্রিং সেমিস্টারে কোন কোন কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে অল্প পরিমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়। আবেদন করতে আপনাকে দেশটির বিশ্ববিদ্যালয়ের ‘ভর্তি শাখা’ বরাবর প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

ইউনিভার্সিটিতে আবেদনের জন্য ডকুমেন্টস চেকলিস্টঃ

১। সকল একাডেমিক ডকুমেন্টস ও মার্কশীট

২। পাসপোর্ট/জাতীয় পরিচয় পত্রের কপি

৩।  অ্যাপ্লিকেশন ফরম

৪। আইইএলটিএস এর সার্টিফিকেট

৫। এপ্লিকেশন ফি পরিশোধের প্রমাণ কপি

University in Ireland
Image Source: internet

আয়ারল্যান্ডে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি বিভিন্ন রকমের। সাধারণত এই ফি ৪৫ থেকে ৯০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। আবেদন করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন যাচাই বাছাই করে এবং যোগ্য শিক্ষার্থীদের আয়ারল্যান্ডে পড়াশুনা করার সুযোগ দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার আবেদনকে যথার্থ মনে করলে তারা সরাসরি আপনাকে Offer Letter পাঠিয়ে দিতে দেরি করবে না।

পড়াশোনার খরচ ( টিউশন ফি) ও স্কলারশিপ

আয়ারল্যান্ডে ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে বছরে ১০ হাজার ৫০০ থেকে ১৫ হাজার ১৫০ ইউরো এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রে সাত হাজার ৪০০ থেকে ১৫ হাজার ৭২০ ইউরো টিউশন ফি লাগে। তবে কলেজে পড়াশোনা করতে প্রায় ৩০ শতাংশ খরচ কম হয়। প্রতি মাসে ৩০০ থেকে ৫০০ ইউরো দিয়েই অনায়াসে থাকা, খাওয়া, যাতায়াত ও অন্যান্য খরচ মেটাতে পারবেন শিক্ষার্থীরা।

আয়ারল্যান্ডে ব্যাচেলর লেভেলে স্কলারশিপের সুযোগ ক্ষীণ। কিন্তু মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপের সু্যোগ তুলনামূলক বেশি। আয়ারল্যান্ডে ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও স্কলারশিপ পাওয়া যায়। এই দেশে প্রায় ১০০ এর মত বিভিন্ন ধরণের স্কলারশিপ অফার করা হয়ে থাকে।

নিচের লিঙ্কে স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত পাবেনঃ
http://www.educationinireland.com/en/How-Do-I-Apply-/Tuition-Costs-Scholarships/Scholarships/

আয়ারল্যান্ডে আবাসন ব্যবস্থা ও জীবন-যাপন খরচ

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব আবাসন ব্যবস্থা। এই আবাসন ব্যবস্থা অনেক উন্নত। কিন্তু, বাইরের শেয়ারড এপার্টমেন্ট থেকে এই আবাসন ব্যবস্থা কিছুটা ব্যয়বহুল। তাই অনেকেই বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে।  জীবনযাত্রার খরচ হিসাব করতে বসলে, আয়ারল্যান্ড অন্যান্য ইউরোপীয় দেশগুলির অনুরূপ- বেশ খানিকটা ব্যয়বহুল। তবে, আপনি যদি বড় শহরে বাস করেন, তবে আপনার খরচ বেশি হবে। অন্যদিকে,  আপনি ছোট শহরে বসবাস করেন তাহলে ব্যয় বেশ খানিকটা কমে যাবে। এই দেশে আপনাকে প্রতিমাসে জীবন ধারণের জন্য ৫০০ থেকে ৮০০ ইউরো খরচ করতে হতে পারে। আর শিক্ষার্থীদের জন্য অন্য একটি ব্যয় হলে স্বাস্থ্যবীমা।

আর্থিক স্বচ্ছলতার প্রমাণ

আয়ারল্যান্ডে ভিসা প্রাপ্তির জন্য আপনাকে ব্যাংকে প্রায় ১০,০০০ ইউরো দেখাতে হবে। আর যদি আপনার খরচ বহন করে অন্য কোন স্পন্সর, তাহলে তাকে নোটারাইজড অংগীকারনামা দিতে হবে যে তিনি আপনার সকল খরচ বহন করবে। তার জন্য প্রয়োজন পরবে, আপনার স্পন্সরের ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

Students in Ireland
Image Source: internet

ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস চেকলিস্ট

আয়ারল্যান্ডে বিশ্ববিদ্যালয়ে আপনার ভর্তি নিশ্চিত হবার পর আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাবেন একটি Offer Letter. এই Offer Letter পাবার পর আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আয়ারল্যান্ডের এম্বেসী বাংলাদেশে নেই। তাই আপনাকে যোগাযোগ করতে হবে দিল্লীস্থ আয়ারল্যান্ড এম্বেসীর সাথে।

দিল্লীস্থ আইরিশ এম্বেসীর ঠিকানা নিম্নে দেওয়া হলঃ

230 Jor Bagh, New Delhi-110003, India

For Visa: +91-11 462671

আপনি ফোন করে তাদের সাথে যাবতীয় সহযোগিতা নিতে পারেন। এছাড়া আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন নিচের ওয়েব লিঙ্কের মাধ্যমেঃ

https://www.dfa.ie/irish-embassy/india/contact-us/

এবং এই পিডিএফ ফাইলটা  ভিসার যাবতীয় তথ্যের জনঃ
http://www.vfsglobalirelandvisa.com/india/pdf/bangladesh_271115.pdf

ভিসা সংক্রান্ত সকল তথ্য ও ডকুমেন্টসঃ 

http://www.inis.gov.ie/en/INIS/Pages/Study

http://www.inis.gov.ie/en/INIS/Student%20Finances.pdf/Files/Student%20Finances.pdf

নিচে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হলঃ

১। পূরণকৃত ভিসা আবেদন ফর্ম

২। পাসপোর্ট ও  ফটোগ্রাফ

৩। CV, Statement of Purpose (SOP)  ও রেফারেন্স

৪।  সকল মার্কশিট ও সনদ, IELTS-GRE সনদ

৫।  No Objection  Certificate [শেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে]

৬।  অফার লেটার

৭। ব্যাংক সলভেন্সি পেপ্যার

৮। ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট

৯। পুলিশ ক্লিয়ারান্স

১১। হেলথ ইন্স্যুরেন্স ও মেডিক্যাল রিপোর্ট ইত্যাদি

Life in Ireland
Image Source: internet

পার্ট টাইম জব ও স্থায়ী বসবাস এর সুযোগ

আয়ারল্যান্ডে আপনি সপ্তাহে ২০ ঘন্টা জব করার সুযোগ পাবেন। আর আপনি সামারে সপ্তাহে ৪০ ঘন্টা জব করার সুযোগ পাবেন।  রেস্টুরেন্ট, দোকান, শপিং মলে কাজ করে ঘণ্টায় ৭ থেকে ১২ ইউরো পর্যন্ত আয় করা সম্ভব।  আয়ারল্যান্ডে আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাবেন কিন্তু এই পার্ট টাইম জব করে পুরো টিউশন ফি জোগাড় করা সম্ভব হয়ে উঠবে না।

আর ৫ বছর আয়ারল্যান্ডে বৈধভাবে বসবাস করলে আপনি আবেদন করতে পারবেন PR এর জন্য।

আয়ারল্যান্ড ইউরোপের পশ্চিম উপকূলের অন্যতম সুন্দর দেশ। আপনি এই দেশে অনেক সুবিধা পাবেন। হয়ত আয়ারল্যান্ড আপনার জন্য উন্মোচন করবে সুন্দর ভবিষ্যতের অনেক সম্ভবনা। তাই আজই  করুন নিজের আবেদন নিজেই- আর সেরে নিন আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা।

Life in Ireland
Image Source: internet

তথ্যসুত্রঃ

November 21, 2022

নিজেই করুণ নিজের আবেদন সিরিজের এই পর্বে আমরা নিয়ে এসেছি এমন একটি দেশ যার পূর্বের নাম হল্যান্ড – আর বর্তমানে তাকে চেনা যায় নেদারল্যান্ডস নামে। আন্তর্জাতিক অঙ্গনে ডাচ শিক্ষা ব্যবস্থা বেশ প্রশংসার দাবী রাখে। দেশটি জীবন ধারণ ও শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে। তাই আপনিও বেছে নিতে পারেন নেদ্যারল্যান্ডস আপনার উচ্চ শিক্ষার ডেস্টিনেশন হিসেবে।

নেদারল্যান্ডস সম্পর্কে কিছু সাধারন তথ্য

উত্তর-পশ্চিম ইউরোপের ৪১,৫৪৩ বর্গ কিলোমিটারের এই দেশ প্রায় ২ কোটি লোকের বসবাস। যদিও এই দেশের জাতীয় ভাষা ডাচ, তবুও ৯৫% লোকে ইংরেজী ভাষায় কথা বলে। আর এ দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয় ইংরেজী ভাষা। এই দেশ বেশি পরিচিত এর গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থা ও কম অপরাধপ্রবণ দেশ হিসেবে। নেদারল্যান্ডসে মাস্টার্স প্রোগ্রাম মূলত ১-২ বছরের, পিএইচডি/ ডক্টোরাল প্রোগ্রাম মূলত ৩-৫ বছর মেয়াদী এবং ব্যাচেলর প্রোগ্রাম মূলত ৩-৪ বছর মেয়াদী। ব্যাচেলর প্রোগ্রামের অধিকাংশ কোর্স ডাচ ভাষায় করানো হলেও ইংরেজী ভাষায়ও কোর্স অফার করা হয়। এছাড়া সকল প্রোগ্রাম মূলত ইংরেজীতে অফার করা হয়।

Flower garden in Netherlands
Image Source: pixabay.com

নেদারল্যান্ডস এ পড়ার মাপকাঠি

প্রচুর বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এসব বিশ্ববিদ্যালয় অফার করে নানা রকম কোর্স। বিশ্ববিদ্যালয় ও কোর্স ভেদে এসব কোর্সের চাহিদা ভিন্ন ভিন্ন হয়। তাই, আপনি কোন বিষয়ে ও কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন সেই অনুযায়ী আপনাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে। নেদারল্যান্ডসের সব বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন করার তেমন কিছু নেই- কারণ জাতীয় ভাবে একটি সেন্ট্রাল সিস্টেমের আওতায় নেদ্যারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ন্ত্রণ করা হয়।

স্নাতক প্রোগ্রামে সংযুক্ত হতে আপনার থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা স্কুল ডিপ্লোমা পাসের সনদ। ডাচ ভাষায় ডিপ্লোমা করার জন্য আপনাকে পাশ করতে হবে Dutch NT2 Course। আবার  স্নাতোকত্তর প্রোগ্রামে অংশ গ্রহণ করতে নূন্যতম ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। এছাড়া আপনার প্রয়োজন পরবে ইংরেজী ভাষায় দক্ষতার সনদ। এজন্য IELTS-এ আপনাকে নূন্যতম ৬.৫ স্কোর থাকতে হবে। আর যদি TOEFL দিতে চান, তাহলে আপনাকে পেতে হবে ৫৫০ (Paper Based TOEFL) বা ২১৩ (Computer Based TOEFL)।

কোর্স সার্চ ও কোর্স বাছাই

নেদারল্যান্ডসে কোর্স বাছাই এর জন্য আপনি সাহায্য নিতে পারেন নিচের ওয়েবসাইটেরঃ

https://www.studyfinder.nl/

এই দেশে আপনি পড়তে পারবেন মেডিসিন, কার্ডিওলজি, এনাটমি, ফার্মেসি রেডিওলজি, সার্জারি, মেডিকেল, ডেন্টিস্ট্রি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, আর্বানাইজেশন, ফরেস্ট্রি, হিস্ট্রি, লিটারেচার, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস এডমিনস্ট্রেশন(BBA), ইকোলজি, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, ফাইন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, দর্শন, আইন, সোশ্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, বিল্ডিং ইন্ডাস্ট্রি, জার্নালিজম, অডিওভিজ্যুয়াল মিডিয়া, মিউজিক, ইনফরমেশন সায়েন্স ইত্যাদি বিষয়ে।

ইউনিভার্সিটি সিলেকশন

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে মূখতঃ ২ বার অর্থাৎ ২ টি সেশনে আবেদন করার সুযোগ থাকে। একটি Winter Session, যার আবেদনের সময় সেপ্টেম্বর-ডিসেম্বর/জানুয়ারী আর অপরটি, Summer Session যার আবেদনের সময় ফেব্রুয়ারী-জুলাই/আগস্ট পর্যন্ত।

ডাচ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ের তালিকা নিচে তুলে ধরা হলঃ

১। Delft University of Technology

২। University of Amsterdam

৩। Eindhoven University of Technology

৪। Utrecht University

৫। Leiden University

আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের খোঁজ পেতে আপনি চোখ বোলাতে পারেন নিচের ওয়েবলিঙ্কেঃ

https://en.wikipedia.org/wiki/List_of_universities_in_the_Netherlands

Universities in Netherlands
Image Source: Internet

বিশ্ববিদ্যালয় বাছাই করে দেখে নিন- আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়টি আচরণবিধিতে স্বাক্ষর করেছে কিনা? আচরণবিধি এমন এক ব্যবস্থা যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো নিশ্চিত করে প্রোগ্রামের মান, শিক্ষার্থী নিয়োগ, নির্বাচন এবং কাউন্সেলিং পদ্ধতির সার্বিক মান। এ জন্য আচরণবিধি স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে দেখতে ঘুরে আসুনঃ

https://www.internationalstudy.nl/

আপনি যদি আপনার পছন্দের কোর্স পেয়ে যান, তাহলে তাদের ওয়েবসাইট ঘুরে দেখুন সেখানেই পেয়ে যাবেন সব তথ্য। ভর্ত্তির যোগ্যতা ও অন্যান্য সকল বিষয় ভালো করে পড়ে দেখুন। বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটগুলো এ জন্য সবচেয়ে নির্ভরশীল সোর্স। তাই, এই ব্যাপারে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরী।

ডকুমেন্ট’স সত্যায়ন (Documents Attestation)

ইউরোপীয় অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের মত নেদারল্যান্ডসে আবেদন করতে ডকুমেন্টস সত্যায়নের প্রয়োজন। আর সত্যায়নের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে বলা থাকে। আপনার ডকুমেন্টসটি কার দ্বারা সত্যায়ন প্রয়োজন- শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি ডাচ এমব্যাসি/কনস্যুলেট দ্বারা সত্যায়ত প্রয়োজন সেটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ডিসিশন।

ভর্তি আবেদন, অফার লেটার ও টিউশন ফী

নেদারল্যান্ডসের অধিকাংশ বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদন পোর্টাল ব্যবহার করে থাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাচেলর ফলাফল, সিভি, IELTS স্কোর (সর্বনিম্ন ৬.৫), GRE/GMAT স্কোর (বিষয়ের উপর নির্ভর করে), প্রেরণা পত্র (Motivation Letter), সুপারিশপত্র (Recommendation Letter), ব্যাচেলর থিসিস বা ইন্টার্নশীপ রিপোর্ট ইত্যাদির ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে থাকে। এর ভিত্তিতে তারা ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্ত্তি হবার সুযোগ দেয় – অথবা ৬ মাসের বা ১ বছরের  প্রি-মাস্টার্স কোর্স অফার করে থাকে। প্রি- মাস্টার্স কোর্স সফলতার সাথে অতিক্রম করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তির সুযোগ মিলবে।

University Students in Netherlands
Image Source: Internet

ভর্ত্তির আবেদন বিষয়ক সকল তথ্যের জন্যঃ

https://www.studyinholland.nl/plan-your-stay/how-to-apply/application-via-studielink

এছাড়া আপনি রিসার্চ ভিত্তিক মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারেন। এই প্রোগ্রামের সুবিধা হল আপনার পিএইচডি প্রোগ্রামে আবেদন করার পথ অনেকটা প্রশস্ত হয়ে যাওয়া। আর নেদারল্যান্ডসে রিসার্চ ভিত্তিক মাস্টার্স প্রোগ্রামে প্রচুর R/A (Research Assistant)- পদে আবেদনের সুযোগ আছে আর এছাড়া রিসার্চ ভিত্তিক মাস্টার্স প্রোগ্রামে ফুল স্কলারশিপও পাওয়া যায়।

নেদারল্যান্ডসে পড়তে আপনাকে গুন্তে হবে প্রায় ৮০০০ – ২০,০০০ ইউরো। এছাড়া জীবন যাত্রার জন্য প্রয়োজন হবে আরো অর্থের। তাই স্কলারশিপ প্রোগ্রামে এখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্কলারশিপ প্রোগ্রামের জন্য দেখে নিন এই ওয়েব পোর্টালঃ

https://www.studyinholland.nl/finances/scholarships/find-a-scholarship

আর পোস্ট ডক্ট্ররাল প্রোগ্রামে তো প্রায় ১৫০০-২০০০ ইউরো বেতন হিসেবে পাওয়া যায় এবং পোস্ট ডক্টরাল প্রোগ্রামে টিউশন ফি প্রদান করতে হয় না- তাই জীবন যাত্রার খরচ বহন করা সহজ হয়ে যায়।

থাকার জায়গা -ছাত্র হোস্টেল বা বাসা খোঁজা

নেদারল্যান্ডসে বসবাসের খরচ  বছরে বেশি না। একজন শিক্ষার্থী শেয়ার ফ্ল্যাটে প্রতি মাসে ভাড়া ২৬০ – ৩৫০ ইউরো দিলে অনায়াসে থাকতে পারবেন। আপনি যদি কেনা বা ফাস্ট ফুডের উপর নির্ভরশীল না হন, তাহলে আপনার ৩০০ ইউরোর মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। আর থাকার জন্য হোস্টেল কিম্বা বাসা আপনি ভার্সিটির মাধ্যমে পেয়ে যাবেন।

Student Hostel in Netherland
Image Source: pixabay.com

আর্থিক সামর্থ্য – স্বচ্ছলতার প্রমাণ

আপনার আর্থিক স্বচ্ছলতার প্রমাণ স্বরূপ আপনাকে বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক একাউন্টে ১০,০০০ ইউরো Transfer করাতে হবে অথবা খরচ করার ব্যাংক গ্যারান্টি দিতে হতে পারে। তবে চিন্তার কিছু নেই- নেদারল্যান্ডসে বসবাসের জন্য আপনার খরচ এই অঙ্কের অনেক কম। আর চাইলে এই অর্থ আপনি পরে তুলে নিতে পারবেন।

ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্ট চেক লিষ্ট

নেদারল্যান্ডসে ভিসা আবেদনের সময় খেয়াল আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্ট ১০ বছরের পুরনো হলে চলবে না। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। আপনার জন্ম সনদ, ভোটার আইডি থেকে শুরু করে অন্যান্য সকল ডকুমেন্টেসের সমন্বয়ে আপনাকে আবেদন করতে হবে।

এ দেশে জীবন যাত্রার ব্যয়ভার বহন করতে বেশ বেগ পোহাতে হয়- আপনাকে প্রতি মাসে ১০০০-১২০০ ইউরো প্রয়োজন পড়বে জীবন নির্বাহ করতে।

পার্ট টাইম জব ও জীবনযাত্রার ব্যয়

নেদারল্যান্ডসের পার্ট টাইম জবের সুযোগ খুব কম- এবং বেশির ভাগ কাজ রেস্টুরেন্টেই সীমাবদ্ধ। তবে কর্তৃপক্ষ আপনাকে সপ্তাহে ১৬ ঘন্টা কাজ করার সুযোগ দিবে। কাজ করে পড়াশুনার ব্যয় চালানো কষ্টকর হবে। তবে পড়াশুনা শেষ করার পর জব খোঁজার জন্য নেদারল্যান্ডস কর্তৃপক্ষ আপনাকে এক বছরের ভিসা দিবে। আপনি যদি প্রযুক্তিগত শিক্ষা লাভ করেন কিংবা IT বিষয়ক দক্ষতা থাকে তবে নেদারল্যান্ডসে আপনার অপার সুযোগ।

Social life in Netherlands
Image Source: Internet

কোর্স শেষে চাকুরির সুযোগ ও স্থায়ী বসবাস (পিআর) এর সম্ভাবনা

নেদারল্যান্ডসে ৫ বছর বসবাসের পর আপনি স্থায়ী ভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। আবার, এই ৫ বছরের মধ্যে একটানা ৬ মাস বা তার বেশি সময় যদি নেদারল্যান্ডসের বাইরে থাকেন তাহলে আপনি আবেদনের অযোগ্য বলে গণ্য হবে। আপনি যদি একাধারে ৮ বছর  এই দেশে থাকেন, তাহলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আবার মজার বিষয় হল, আপনার নেদারল্যান্ডসসে শিক্ষার্থী হিসেবে সময়কালের অর্ধেক সময় ধরা হবে। অর্থাৎ, আপনি যদি ৫ বছর নেদারল্যান্ডসে পড়েন তাহলে ২.৫ বছর ধরা হবে নাগরিকত্ব আবেদনের সময়।

Study in Netherlands
Image Source: Internet

তথ্যসুত্রঃ

error: Alert: Content selection is disabled!!