Loading...
November 21, 2022

Dutch Ministry of Foreign Affairs দ্বারা পরিচালিত অরেঞ্জ নলেজ প্রোগ্রাম  (Nuffic স্কলারশিপ) এর মাধ্যমে বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীরা নেদ্যারল্যান্ডসে পড়াশুনার সুযোগ পায়। আর এই স্কলারশিপে পড়াশুনা শেষ করে শিক্ষার্থীকে অবশ্যই নিজের দেশে ফেরৎ যেতে হবে।

স্কলারশিপ এর নাম

অরেঞ্জ নলেজ প্রোগ্রাম অথবা Nuffic স্কলারশিপ

যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে

এই স্কলারশিপের আওতায় ট্রেনিং ও মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ দেওয়া হয়।

কোর্স ও কোর্স অফারকারি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজতে সাহায্য নিন এই ওয়েবসাইট এর –

https://www.studyinholland.nl/studies

দেশ এবং কর্তৃপক্ষ

নেদারল্যান্ডস । Dutch Ministry of Foreign Affairs (নেদারল্যান্ডস)। এই স্কলারশিপটি পরিচালনা করা হয় একটি অলাভজনক ডাচ প্রতিষ্ঠান এনইউএফএফআইসির (NUFFIC) মাধ্যমে।

বৃত্তির সুযোগ সুবিধাসমূহ

স্কলারশিপের আওতায় আপনি যা যা পাবেনঃ

১। টিউশন ফি
২। জীবন যাপনের মাসিক ভাতা
৩। যাতায়ত এর বিমান ভাড়া
৪। স্বাস্থ্য বীমা
৫। রিসার্চ খরচ

আবেদনের যোগ্যতা

স্কলারশিপের জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ

১। আবেদন করার জন্য অবশ্যই আপনাকে লিস্টেড দেশের যে কোন একটি দেশের নাগরিক হতে হবে।

২। আবেদন করতে চাইলে আপনার বর্তমানে অবশ্যই চাকুরীতে কর্মরত থাকতে হবে। আর আবেদনকারীকে অবশ্যই তার কর্মস্থল থেকে এই স্কলারশিপের জন্য নোমিনেট করতে হবে।

৩। সাব-সাহারান আর আফ্রিকান দেশের মহিলারা ও নাগরিকগণ এই স্কলারশিপের জন্য অগ্রাধিকার পাবেন।

okp scholarship - Netherland
Image Source: Internet

আবেদনের সময়সীমা

আবেদনের জন্য বছরে তিন রাউন্ডে আবেদন গ্রহণ করা হয়। হালনাগাদ ডেডলাইন জানতে নজর রাখুন এই ওয়েবসাইট এ –

https://www.studyinholland.nl/finances/orange-knowledge-programme

যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য

যেসকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন –

Afghanistan, Albania, Armenia, Bangladesh, Benin, Bhutan, Bolivia, Burkina Faso, Burundi, Cambodia, Colombia, Congo (DRC), Cuba, Egypt, Ethiopia, Georgia, Ghana, Guatemala, Guinea, Jordan, Kenya, Lebanon, Liberia, Mali, Mozambique, Myanmar, Nepal, Nicaragua, Niger, Nigeria, North Macedonia, Pakistan, Palestinian Territories, Peru, Philippines, Rwanda, Senegal, Sierra Leone, Somalia, South Africa, South Sudan, Sri Lanka, Sudan, Suriname, Tanzania, Thailand, Tunisia, Uganda, Vietnam, Yemen, Zambia and Zimbabwe.

বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

আবেদন প্রক্রিয়া

এই স্কলারশিপ এর জন্য আপনি সরাসরি অনলাইন এ আবেদন করতে পারবেন না। প্রথমে আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে। তারপর কোর্স অফারকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে জানার জন্য কিভাবে আপনি এই স্কলারশিপ এ আবেদন করবেন। ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে সম্পুর্ন গাইড করবে।

কোর্স ও কোর্স অফারকারি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজতে সাহায্য নিন এই ওয়েবসাইট এর –

https://www.studyinholland.nl/studies

প্রাথমিকভাবে নির্বাচিত হলে Provisional Letter of Acceptance পাবেন। পরবর্তীতে নেদারল্যান্ডস এম্বেসী বা কনসুলেটের মাধ্যমে আবেদন করতে হবে।

আরোও বিস্তারিত জানতে ভিজিট করুণঃ

https://www.nuffic.nl/en/

তথ্যসুত্রঃ

November 21, 2022

নিজেই করুণ নিজের আবেদন সিরিজের এই পর্বে আমরা নিয়ে এসেছি এমন একটি দেশ যার পূর্বের নাম হল্যান্ড – আর বর্তমানে তাকে চেনা যায় নেদারল্যান্ডস নামে। আন্তর্জাতিক অঙ্গনে ডাচ শিক্ষা ব্যবস্থা বেশ প্রশংসার দাবী রাখে। দেশটি জীবন ধারণ ও শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে। তাই আপনিও বেছে নিতে পারেন নেদ্যারল্যান্ডস আপনার উচ্চ শিক্ষার ডেস্টিনেশন হিসেবে।

নেদারল্যান্ডস সম্পর্কে কিছু সাধারন তথ্য

উত্তর-পশ্চিম ইউরোপের ৪১,৫৪৩ বর্গ কিলোমিটারের এই দেশ প্রায় ২ কোটি লোকের বসবাস। যদিও এই দেশের জাতীয় ভাষা ডাচ, তবুও ৯৫% লোকে ইংরেজী ভাষায় কথা বলে। আর এ দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয় ইংরেজী ভাষা। এই দেশ বেশি পরিচিত এর গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থা ও কম অপরাধপ্রবণ দেশ হিসেবে। নেদারল্যান্ডসে মাস্টার্স প্রোগ্রাম মূলত ১-২ বছরের, পিএইচডি/ ডক্টোরাল প্রোগ্রাম মূলত ৩-৫ বছর মেয়াদী এবং ব্যাচেলর প্রোগ্রাম মূলত ৩-৪ বছর মেয়াদী। ব্যাচেলর প্রোগ্রামের অধিকাংশ কোর্স ডাচ ভাষায় করানো হলেও ইংরেজী ভাষায়ও কোর্স অফার করা হয়। এছাড়া সকল প্রোগ্রাম মূলত ইংরেজীতে অফার করা হয়।

Flower garden in Netherlands
Image Source: pixabay.com

নেদারল্যান্ডস এ পড়ার মাপকাঠি

প্রচুর বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এসব বিশ্ববিদ্যালয় অফার করে নানা রকম কোর্স। বিশ্ববিদ্যালয় ও কোর্স ভেদে এসব কোর্সের চাহিদা ভিন্ন ভিন্ন হয়। তাই, আপনি কোন বিষয়ে ও কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন সেই অনুযায়ী আপনাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে। নেদারল্যান্ডসের সব বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন করার তেমন কিছু নেই- কারণ জাতীয় ভাবে একটি সেন্ট্রাল সিস্টেমের আওতায় নেদ্যারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ন্ত্রণ করা হয়।

স্নাতক প্রোগ্রামে সংযুক্ত হতে আপনার থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা স্কুল ডিপ্লোমা পাসের সনদ। ডাচ ভাষায় ডিপ্লোমা করার জন্য আপনাকে পাশ করতে হবে Dutch NT2 Course। আবার  স্নাতোকত্তর প্রোগ্রামে অংশ গ্রহণ করতে নূন্যতম ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। এছাড়া আপনার প্রয়োজন পরবে ইংরেজী ভাষায় দক্ষতার সনদ। এজন্য IELTS-এ আপনাকে নূন্যতম ৬.৫ স্কোর থাকতে হবে। আর যদি TOEFL দিতে চান, তাহলে আপনাকে পেতে হবে ৫৫০ (Paper Based TOEFL) বা ২১৩ (Computer Based TOEFL)।

কোর্স সার্চ ও কোর্স বাছাই

নেদারল্যান্ডসে কোর্স বাছাই এর জন্য আপনি সাহায্য নিতে পারেন নিচের ওয়েবসাইটেরঃ

https://www.studyfinder.nl/

এই দেশে আপনি পড়তে পারবেন মেডিসিন, কার্ডিওলজি, এনাটমি, ফার্মেসি রেডিওলজি, সার্জারি, মেডিকেল, ডেন্টিস্ট্রি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, আর্বানাইজেশন, ফরেস্ট্রি, হিস্ট্রি, লিটারেচার, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস এডমিনস্ট্রেশন(BBA), ইকোলজি, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, ফাইন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, দর্শন, আইন, সোশ্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, বিল্ডিং ইন্ডাস্ট্রি, জার্নালিজম, অডিওভিজ্যুয়াল মিডিয়া, মিউজিক, ইনফরমেশন সায়েন্স ইত্যাদি বিষয়ে।

ইউনিভার্সিটি সিলেকশন

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে মূখতঃ ২ বার অর্থাৎ ২ টি সেশনে আবেদন করার সুযোগ থাকে। একটি Winter Session, যার আবেদনের সময় সেপ্টেম্বর-ডিসেম্বর/জানুয়ারী আর অপরটি, Summer Session যার আবেদনের সময় ফেব্রুয়ারী-জুলাই/আগস্ট পর্যন্ত।

ডাচ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ের তালিকা নিচে তুলে ধরা হলঃ

১। Delft University of Technology

২। University of Amsterdam

৩। Eindhoven University of Technology

৪। Utrecht University

৫। Leiden University

আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের খোঁজ পেতে আপনি চোখ বোলাতে পারেন নিচের ওয়েবলিঙ্কেঃ

https://en.wikipedia.org/wiki/List_of_universities_in_the_Netherlands

Universities in Netherlands
Image Source: Internet

বিশ্ববিদ্যালয় বাছাই করে দেখে নিন- আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়টি আচরণবিধিতে স্বাক্ষর করেছে কিনা? আচরণবিধি এমন এক ব্যবস্থা যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো নিশ্চিত করে প্রোগ্রামের মান, শিক্ষার্থী নিয়োগ, নির্বাচন এবং কাউন্সেলিং পদ্ধতির সার্বিক মান। এ জন্য আচরণবিধি স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে দেখতে ঘুরে আসুনঃ

https://www.internationalstudy.nl/

আপনি যদি আপনার পছন্দের কোর্স পেয়ে যান, তাহলে তাদের ওয়েবসাইট ঘুরে দেখুন সেখানেই পেয়ে যাবেন সব তথ্য। ভর্ত্তির যোগ্যতা ও অন্যান্য সকল বিষয় ভালো করে পড়ে দেখুন। বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটগুলো এ জন্য সবচেয়ে নির্ভরশীল সোর্স। তাই, এই ব্যাপারে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরী।

ডকুমেন্ট’স সত্যায়ন (Documents Attestation)

ইউরোপীয় অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের মত নেদারল্যান্ডসে আবেদন করতে ডকুমেন্টস সত্যায়নের প্রয়োজন। আর সত্যায়নের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে বলা থাকে। আপনার ডকুমেন্টসটি কার দ্বারা সত্যায়ন প্রয়োজন- শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি ডাচ এমব্যাসি/কনস্যুলেট দ্বারা সত্যায়ত প্রয়োজন সেটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ডিসিশন।

ভর্তি আবেদন, অফার লেটার ও টিউশন ফী

নেদারল্যান্ডসের অধিকাংশ বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদন পোর্টাল ব্যবহার করে থাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাচেলর ফলাফল, সিভি, IELTS স্কোর (সর্বনিম্ন ৬.৫), GRE/GMAT স্কোর (বিষয়ের উপর নির্ভর করে), প্রেরণা পত্র (Motivation Letter), সুপারিশপত্র (Recommendation Letter), ব্যাচেলর থিসিস বা ইন্টার্নশীপ রিপোর্ট ইত্যাদির ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে থাকে। এর ভিত্তিতে তারা ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্ত্তি হবার সুযোগ দেয় – অথবা ৬ মাসের বা ১ বছরের  প্রি-মাস্টার্স কোর্স অফার করে থাকে। প্রি- মাস্টার্স কোর্স সফলতার সাথে অতিক্রম করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তির সুযোগ মিলবে।

University Students in Netherlands
Image Source: Internet

ভর্ত্তির আবেদন বিষয়ক সকল তথ্যের জন্যঃ

https://www.studyinholland.nl/plan-your-stay/how-to-apply/application-via-studielink

এছাড়া আপনি রিসার্চ ভিত্তিক মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারেন। এই প্রোগ্রামের সুবিধা হল আপনার পিএইচডি প্রোগ্রামে আবেদন করার পথ অনেকটা প্রশস্ত হয়ে যাওয়া। আর নেদারল্যান্ডসে রিসার্চ ভিত্তিক মাস্টার্স প্রোগ্রামে প্রচুর R/A (Research Assistant)- পদে আবেদনের সুযোগ আছে আর এছাড়া রিসার্চ ভিত্তিক মাস্টার্স প্রোগ্রামে ফুল স্কলারশিপও পাওয়া যায়।

নেদারল্যান্ডসে পড়তে আপনাকে গুন্তে হবে প্রায় ৮০০০ – ২০,০০০ ইউরো। এছাড়া জীবন যাত্রার জন্য প্রয়োজন হবে আরো অর্থের। তাই স্কলারশিপ প্রোগ্রামে এখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্কলারশিপ প্রোগ্রামের জন্য দেখে নিন এই ওয়েব পোর্টালঃ

https://www.studyinholland.nl/finances/scholarships/find-a-scholarship

আর পোস্ট ডক্ট্ররাল প্রোগ্রামে তো প্রায় ১৫০০-২০০০ ইউরো বেতন হিসেবে পাওয়া যায় এবং পোস্ট ডক্টরাল প্রোগ্রামে টিউশন ফি প্রদান করতে হয় না- তাই জীবন যাত্রার খরচ বহন করা সহজ হয়ে যায়।

থাকার জায়গা -ছাত্র হোস্টেল বা বাসা খোঁজা

নেদারল্যান্ডসে বসবাসের খরচ  বছরে বেশি না। একজন শিক্ষার্থী শেয়ার ফ্ল্যাটে প্রতি মাসে ভাড়া ২৬০ – ৩৫০ ইউরো দিলে অনায়াসে থাকতে পারবেন। আপনি যদি কেনা বা ফাস্ট ফুডের উপর নির্ভরশীল না হন, তাহলে আপনার ৩০০ ইউরোর মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। আর থাকার জন্য হোস্টেল কিম্বা বাসা আপনি ভার্সিটির মাধ্যমে পেয়ে যাবেন।

Student Hostel in Netherland
Image Source: pixabay.com

আর্থিক সামর্থ্য – স্বচ্ছলতার প্রমাণ

আপনার আর্থিক স্বচ্ছলতার প্রমাণ স্বরূপ আপনাকে বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক একাউন্টে ১০,০০০ ইউরো Transfer করাতে হবে অথবা খরচ করার ব্যাংক গ্যারান্টি দিতে হতে পারে। তবে চিন্তার কিছু নেই- নেদারল্যান্ডসে বসবাসের জন্য আপনার খরচ এই অঙ্কের অনেক কম। আর চাইলে এই অর্থ আপনি পরে তুলে নিতে পারবেন।

ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্ট চেক লিষ্ট

নেদারল্যান্ডসে ভিসা আবেদনের সময় খেয়াল আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্ট ১০ বছরের পুরনো হলে চলবে না। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। আপনার জন্ম সনদ, ভোটার আইডি থেকে শুরু করে অন্যান্য সকল ডকুমেন্টেসের সমন্বয়ে আপনাকে আবেদন করতে হবে।

এ দেশে জীবন যাত্রার ব্যয়ভার বহন করতে বেশ বেগ পোহাতে হয়- আপনাকে প্রতি মাসে ১০০০-১২০০ ইউরো প্রয়োজন পড়বে জীবন নির্বাহ করতে।

পার্ট টাইম জব ও জীবনযাত্রার ব্যয়

নেদারল্যান্ডসের পার্ট টাইম জবের সুযোগ খুব কম- এবং বেশির ভাগ কাজ রেস্টুরেন্টেই সীমাবদ্ধ। তবে কর্তৃপক্ষ আপনাকে সপ্তাহে ১৬ ঘন্টা কাজ করার সুযোগ দিবে। কাজ করে পড়াশুনার ব্যয় চালানো কষ্টকর হবে। তবে পড়াশুনা শেষ করার পর জব খোঁজার জন্য নেদারল্যান্ডস কর্তৃপক্ষ আপনাকে এক বছরের ভিসা দিবে। আপনি যদি প্রযুক্তিগত শিক্ষা লাভ করেন কিংবা IT বিষয়ক দক্ষতা থাকে তবে নেদারল্যান্ডসে আপনার অপার সুযোগ।

Social life in Netherlands
Image Source: Internet

কোর্স শেষে চাকুরির সুযোগ ও স্থায়ী বসবাস (পিআর) এর সম্ভাবনা

নেদারল্যান্ডসে ৫ বছর বসবাসের পর আপনি স্থায়ী ভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। আবার, এই ৫ বছরের মধ্যে একটানা ৬ মাস বা তার বেশি সময় যদি নেদারল্যান্ডসের বাইরে থাকেন তাহলে আপনি আবেদনের অযোগ্য বলে গণ্য হবে। আপনি যদি একাধারে ৮ বছর  এই দেশে থাকেন, তাহলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আবার মজার বিষয় হল, আপনার নেদারল্যান্ডসসে শিক্ষার্থী হিসেবে সময়কালের অর্ধেক সময় ধরা হবে। অর্থাৎ, আপনি যদি ৫ বছর নেদারল্যান্ডসে পড়েন তাহলে ২.৫ বছর ধরা হবে নাগরিকত্ব আবেদনের সময়।

Study in Netherlands
Image Source: Internet

তথ্যসুত্রঃ

error: Alert: Content selection is disabled!!