Loading...
November 22, 2022

স্লোভাকিয়ায় উচ্চশিক্ষাঃ নিজেই করুণ নিজের আবেদন

পোল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, হাঙ্গেরী, ইউক্রেন – এই দেশগুলো ঘেরা মধ্য ইউরোপের ল্যান্ডলক দেশ স্লোভাকিয়া। এদেশের গুহা, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষদের এর দিকে টানে। তাইতো, যারা ঘুরতে ভালোবাসেন, তাদের কাছে এই দেশ খুবই জনপ্রিয়। বর্তমানে এই দেশ উচ্চশিক্ষার জন্য বেশ নাম করেছে সারাবিশ্বে। তাই আমরা আজ স্লোভাকিয়ায় উচ্চশিক্ষার সকল খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব।

So, GET! SET! GO!

কেন স্লোভাকিয়ায় পড়তে যাবেন?

স্লোভাকিয়ার আয়তন ৪৯,০০০ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ৫.৪ মিলিয়ন। এই দেশের রাজধানী ব্রাটিসলাভা আর অফিসিয়াল ভাষা স্লোভাক। এই দেশের মুদ্রার নাম ইউরো। মটর গাড়ি অর্থাৎ আটোমোবাইল ইন্ডাস্ট্রি-এর জন্য এই দেশ বিশ্ববাসীর কাছে বহুল পরিচিত আর এই ইন্ডাস্ট্রি এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আর বলাই বাহুল্য, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য জার্মানীর পরেই স্লোভাকিয়া পছন্দের দেশ- বিশেষত যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাদের জন্য।

Study in Slovakia
Image Source: Pixabay.com

স্লোভাকিয়ার আবহাওয়া মূলত শীতপ্রধান। তবে গ্রীষ্মকালে এই দেশের তাপমাত্রা থাকে সর্বোচ্চ ৩৯ ডিগ্রী সেলসিয়াসের মত ওঠে, আর শীতকালে মাইনাস (-) ১০ ডিগ্রী সেলসিয়াসেও নামতে দেখা যায়।

কোর্স সার্চ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

স্লোভাকিয়ার উচ্চশিক্ষার সুনাম বিশ্বব্যাপী- কারণ এই দেশে রয়েছে World Ranking এ উপরের দিকে থাকা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। নিচে কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হলঃ

  1. Comenius University of Bratislava
  2. Slovak University of Technology in Bratislava
  3. Pavol Joszef Šafárik University
  4. University of Prešov
  5. University of Žilina

 

এই দেশে আপনি সকল সাবজেক্টেই পড়াশুনা করার সুযোগ পাবেন। আর্টস, বিজনেস অথবা ইঞ্জিনিয়ারিং যে কোন বিষয়েই পড়াশুনা করার সুযোগ পাবেন। যেহেতু, এই দেশে Mechanical  ও Electrical Engineering সাবজেক্টগুলোর চাহিদা বেশি- তাই আপনি এই বিষয়গুলো নিয়ে এই দেশে পড়াশুনা করলে পড়াচলাকালীন সময়ে Industry Attachment- এ ভালো সুযোগ ও অভিজ্ঞতা পাবেন। এখানে অনেক কোর্সই ইংরেজী ভাষায় অফার করা হয়। তাই স্লোভাক ভাষা না জানলেও আপনি ইংরেজী মাধ্যমে এই দেশে কোর্স নিতে পারবেন।

স্লোভাকিয়াতে পড়তে যাবার জন্য নূন্যতম যোগ্যতা

স্লোভাকিয়ায় পড়াশুনার জন্য আপনাকে IELTS বা TOEFL এর প্রয়োজন জয় না। তবে IELTS বা TOEFL থাকলে আপনি বারতি সুযোগ পাবেন। আর স্কলারশিপের দৌড়েও এগিয়ে থাকবেন। এদেশে আপনাকে ব্যাচেলর প্রোগ্রামে অংশগ্রহণ করতে অর্জন করতে হবে HSC আর মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে আপনার থাকতে হবে ব্যাচেলর আর পিএইচডি প্রোগ্রামে অংশ নিতে আপনার থাকতে হবে মাস্টার্স ডিগ্রী।

University in Slovakia
Image Source: Internet

ডকুমেন্টস সত্যায়ন

স্লোভাকিয়ার জন্য ডকুমেন্টস সত্যায়ন একটি জটিল প্রক্রিয়া।

(১) প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষা বোর্ড থেকে আপনার ডকুমেন্টস সত্যায়ন করিয়ে নিতে হবে।

(২) তারপর যেতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে ডকুমেন্টস সত্যায়নের জন্য।

(৩) এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডকুমেন্টস সত্যায়ন করতে হবে।

(৪) পরবর্তীতে আপনাকে যোগাযোগ করতে হবে, ঢাকাস্থ স্লোভাকিয়ার কনস্যুলেট অফিসে আর করিয়ে নিতে হবে ডকুমেন্টস সত্যায়ন। আপনি দিল্লিস্থ স্লোভাকিয়া এম্বেসী থেকেও ডকুমেন্টস সত্যায়ন করিয়ে নিতে পারবেন। ডকুমেন্টস সত্যায়নের সময় অবশ্যই আপনার অরিজিন্যাল ডকুমেন্টস কাছে রাখতে হবে। আর প্রতি পেজ সত্যায়ন করাতে আপনাকে দিতে হবে ২০ ইউরো করে।

অনেক সময় বিশ্ববিদ্যালয় সত্যায়ন ছাড়াই ডকুমেন্টস একসেপ্ট করে। তাই আপনি বিশ্ববিদ্যালয়ে মেইল করে জেনে নিন- আপনার ডকুমেন্টস সত্যায়ন লাগবে কিনা আর লাগলেও কোন ধাপ থেকে আপনার ডকুমেন্টস সত্যায়ন প্রয়োজন পরবে।

ভর্তি আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

স্লোভাকিয়ায় সাধারণত Autumn সেশনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়ে থাকে। মার্চ থেকে এপ্লিকেশন নেওয়া শুরু হয়- আর শেষ হয় জুন মাসে। আর এই সেশনের ক্লাস শুরু হয় সেপ্টেম্বর বা মার্চ মাসে।

Students in Slovakia
Image Source: internet

প্রথমেই আপনাকে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনেক সময় ডাকযোগে ডকুমেন্টস পাঠাতে হতে পারে। তাই ভালো করে পড়ে ও দেখে নিন, প্রয়োজনে ই-মেইল করে সিউর হয়ে নিন আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে আর কিভাবে সেই ডকুমেন্টস দিতে হবে। আবেদনের কিছু সাধারণ ডকুমেন্টসের তালিকা দেওয়া হল, কিন্তু মনে রাখবেন এই তালিকা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন ভিন্ন হতে পারেঃ

১। সত্যায়িত সকল একাডেমিক সার্টফিকেট এবং মার্কশীট

২। পাসপোর্টের কপি ও পাসপোর্ট সাইজের ছবি

৩। IELTS এর সনদ (বাধ্যতামূলক নয়)

৪। CV

৫। মোটিভিশন লেটার ও রিকমেন্ডেশন লেটার

টিউশন ফি

স্লোভাকিয়ায় পড়াশুনার খরচ মূলত ৫০০-১,০০০ ইউরো/ প্রতি বছর। অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য ৩,৫০০- ৪,০০০ ইউরো/ প্রতি বছর আর মেডিকেলের জন্য ৯,০০০-১২,০০০ ইউরো/ প্রতি বছর দিতে হতে পারে।

আর্থিক স্বচ্ছলতার প্রমাণ

স্লোভাকিয়ার ভিসা প্রাপ্তির জন্য আপনাকে ব্যাংকে সেদেশে এক বছর চলার মত পর্যাপ্ত অর্থের সংস্থান দেখাতে হবে। আর যদি আপনার খরচ বহন করে অন্য কোন স্পন্সর, তাহলে তাকে নোটারাইজড অংগীকারনামা ও ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস চেকলিস্ট

বাংলাদেশে স্লোভাকিয়ার এম্বেসী নেই, কিন্তু কনস্যুলেট রয়েছে। যেহেতু বাংলাদেশে এম্বেসী নাই, তাই আপনাকে যেতে হবে ভারতের দিল্লিস্থ স্লোভাকিয়ার এম্বেসীতে। এজন্য আপনাকে আগে থেকেই নিতে হবে এপয়েন্টমেন্ট। ভিসা ফি দিতে হবে ৬০ ইউরো।

টেম্পোরারী রেসিডেন্স পারমিট ভিসার জন্য আবেদন করতে ভিজিট করুন –

https://www.mzv.sk/web/dilli-en

Visa Application - Slovakia
Image Source: Pixabay.com

প্রয়োজনীয় কাগজপত্রের লিস্ট নিচে দেওয়া হলঃ

১। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো Offer Letter

২। পাসপোর্ট [কমপক্ষে ৩ মাস মেয়াদ ও ২ টি ফাকা পেজ থাকতে হবে]

৩।ফটোগ্রাফ (৪.৫ সেঃমিঃ x ৩.৫সেঃমিঃ) – দুইটি

৪। মেডিক্যাল ইনস্যুরেন্স ও পুলিশ ক্লিয়ারান্স সার্টিফিকেট [অনধিক ৩ মাসের পুরাতন]

৫। ফ্লাইট রিজার্ভেসনের ডকুমেন্টস

৬। ব্যাংক স্টেটমেন্ট ও আর্থিক স্বচ্ছলতার ডকুমেন্টস

৭। জন্মনিবন্ধন সার্টিফিকেট [ইংরেজীতে হতে হবে]

৮। IELTS এর সনদ (যদি থাকে)

৯। CV, মোটিভিশন লেটার ও রিকমেন্ডেশন বা রেফারেন্স লেটার

১০। সকল সত্যায়িত মার্কশিট ও সকল সনদ

১১।স্কলারশিপের পেপার (যদি থাকে)

ভিসা পাওয়ার জন্য আপনাকে বসতে হবে ইন্টারভিউ এ। আর ভিসা পেতে সময় লাগবে সাধারণত ১৫ কার্যদিবস। কিন্তু মাঝে মাঝে এই সময় ৪-৬ সপ্তাহ পর্যন্ত হয়ে যায়।

 

ভারতের দিল্লিস্থ স্লোভাকিয়ার এম্বেসীর ঠিকানাঃ

50-M, Niti Marg, Chanakyapuri, New Delhi, India
Tel.:     +91 1126889071, +91 1126885340, +91 1126111075
Fax:     +91 1126877941 | Email:  [email protected]

স্লোভাকিয়ায় আবাসন ব্যবস্থা

প্রতিটি বিশ্ববিদ্যালয়েই রয়েছে হোস্টেলের ব্যবস্থা। যদি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আবাসন ব্যবস্থা করতে পারেন, তাহলে অনেক কম খরচেই থাকার খরচ মেটাতে পারবেন। আবাসনের জন্য তাই আগে থেকেই আবেদন করা বুদ্ধিমানের কাজ। স্লোভাকিয়ায় থাকা- খাওয়া বাবদ আপনার মাসিক খরচ হবে ৩৫০-৪০০ ইউরো।

Life in Slovakia
Image Source: interent

পার্ট টাইম জব এর সুযোগ ও স্থায়ী বসবাস

স্লোভাকিয়ায় আপনি সপ্তাহে ২০ ঘন্টা কাজ করার সুযোগ পাবেন। এই দেশে পার্ট টাইম জব পাওয়াটা অনেকটাই কঠিন। যদি স্লোভাকিয়া ভাষা জানা থাকে তাহলে, আপনি জব পেলেও পেতে পারেন- কিন্তু জবের পরিমাণ তুলনামূলক কম। মূলত স্থানীয় জনগণ এই জবগুলো বেশি পেয়ে থাকে।

আপনি স্লোভাকিয়ায় টানা ৫ বছর থাকেন তাহলে খাতা-কলমের হিসাবে PR এর পাওয়ার কথা। কিন্তু, বাস্তবে দেখা যায়, টানা ৮-১০ বছর থাকার পরই PR দেওয়া হয়।

স্লোভাকিয়ায় PR পাওয়া আসলেই কঠিন কিন্তু কম খরচে ও বিনা IELTS এ ইউরোপে পড়তে চাইলে স্লোভাকিয়া হয়ে পারে উত্তম ডেস্টিনেশন।

Life in Slovakia
Image Source: Pixabay.com

তথ্যসুত্রঃ

November 21, 2022

জাপান উচ্চশিক্ষার এক অন্যতম জনপ্রিয় স্থান। আর এই দেশে উচ্চশিক্ষায় প্রণোদনা দেওয়ার জন্য দেওয়া হয় অনেক স্কলারশিপ। জাপানের অন্যতম জনপ্রিয় ও প্রথিতযশা স্কলারশিপ প্রোগ্রাম হল মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি। এটি মনবুশো, মেক্সট নামেও পরিচিত। এই স্কলারশিপ প্রোগ্রামে যাত্রা শুরু করে ১৯৫৪ সাল থেকে। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাপানী বিশ্বিদ্যালয়ে অধ্য্যনের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যায়। অথবা, সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও আবেদন করা যায়।

স্কলারশিপ এর নাম

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি (জাপান)

যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে

এই স্কলারশিপে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য শিক্ষা সহায়তা পাওয়া যায়। এই স্কলারশিপ প্রোগ্রাম সাতটি ক্যাটেগরীতে দেওয়া হয়, যেমনঃ রিসার্চ স্টুডেন্ট, টিচার্স ট্রেনিং স্টুডেন্ট, আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট, জাপানীজ স্টাডিস স্টুডেন্ট, কলেজ অফ টেকনোলোজী স্টুডেন্ট, প্রোফেশন্যাল ট্রেনিং কলেজ স্টুডেন্ট এবং ইয়াং লিডার প্রোগ্রাম স্টুডেন্ট।

দেশ এবং কর্তৃপক্ষ

জাপান। Ministry of Education, Culture, Sports, Science and Technology  (MECSST)

বৃত্তির সুযোগ সুবিধাসমূহ

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি-এর  আওতায় আপনি যা যা পাবেনঃ

১। টিউশন ফি ও পরীক্ষার ফি

২। জীবনযাত্রা নির্বাহের জন্য মাসিক ভাতা

৩। যাতায়ত এর বিমান ভাড়া

আবেদনের যোগ্যতা

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তির জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ

১। PhD. বা Masters এ আবেদনের জন্য আপনার বয়স সীমা ৩৫ বছরের নীচে থাকতে হবে। আর অন্য প্রোগ্রামে আবেদন করতে ১৭/১৮ থেকে ২৫/৩০ বছরের মধ্যে থাকতে হবে।

২। মাস্টার্স বা পিএইচডি তে আবেদনের জন্য মেক্সটের নিজস্ব সিজিপিএ মানদন্ডে মোট ৩ এর মধ্যে ২.৩০ থাকতে হবে। তাও সেই ফল আবার সর্বেশেষ দুই একাডেমিক বছরের গড় হতে হবে।

আবেদনের সময়সীমা

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় মার্চের শেষে বা এপ্রিলের মাঝামাঝি সময়। আবেদনের হালনাগাদ সময়সীমা জানতে নিম্মোক্ত ওয়েবসাইট এর সাহায্য নিতে পারেন-

https://www.bd.emb-japan.go.jp/itpr_en/education.html

MEXT Scholar
Image Source: Internet

যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য

১৯৫৪ সাল থেকে শুরু করে এখন সারা বিশ্বের প্রায় ১৬০টির মতন দেশ থেকে আসা ছাত্রদের জন্য এই বৃত্তির ব্যবস্থা করেছে জাপানি সরকার। জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সবচেয়ে সম্মানিত।

আবেদন প্রক্রিয়া

আবেদনের প্রথম পদ্ধতিঃ প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করে তারপর সকল কাগজপত্র দিয়ে বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। মনে রাখবেন, ডকুমেন্টস খামে প্রেরক ও প্রাপকের নাম/ ঠিকানা, আইডি ও ট্রাকিং নাম্বার ও প্রোগ্রামের নাম বাংলায় নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবেঃ

Joint Secretary (Scholarship)
Ministry of Education, Room No-1706, Building No-06
Bangladesh Secretariat, Dhaka- 1000

এই বৃত্তির সার্কুলার বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিস্তারিত জানতে জাপান দূতাবাসের সাথে যোগাযোগ করুনঃ [email protected]

আবেদনের দ্বিতীয় পদ্ধতিঃ প্রথমে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ল্যাব প্রধানকে ই-মেইল করে নিজের গবেষণা সমন্ধে জানাতে হবে। যদি প্রফেসর রাজী হন, তাহলে আপনি মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তির মাধ্যমে জাপানে পড়তে আসতে চান, এ ব্যাপারে কনভিন্স করুন। তখন তারা আপনআকে ইন্টারভ্যু নিবে এবং আপনি তাদের কনভিন্স করতে পারলে প্রফেসর বিশ্ববিদ্যালয়কে জানাবে আর তারাই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে আপনাকে স্কলারশিপ পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে।

ই-মেইলের আপনার Academic Transcript ও Curriculum Vitae অবশ্যই যুক্ত করবে। আর ই-মেইলে Self- Introduction, Academic Degree, Result, Research Interest and Why you interest to him (Professor) সম্পর্কে ২০০-২২০ শব্দের মধ্যে লিখলেই ভাল।

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি প্রোগ্রামের জন্য আপনাকে জমা দিতে হবেঃ

১। আবেদন ফর্ম

২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট

২। রিকমেন্ডেশন লেটার (২ টি) – সাইন করে সীলড অবস্থায় দিতে হবে।

৭। NID

৮। পাসপোর্টের কপি

 

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করবে। এরপর জাপান দূতাবাস লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক হলঃ

Official website: https://www.mext.go.jp/

তথ্যসুত্রঃ

November 21, 2022

সূর্যোদয়ের দেশ জাপান এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ আর সভ্যতা, জ্ঞান-বিজ্ঞানে ও অর্থনৈতিক সমৃদ্ধির বিবেচনায় এই দেশের জুড়ি মেলা ভার। বরাবরই দেখা যায়, বিদেশে শিক্ষার্থীরা যেতে ব্যর্থ হয় তার মূল কারণ হল, সঠিক তথ্য না জানা। তাই আমাদের চেষ্টা থাকে আপনাদের কাছে, তথ্যসমৃদ্ধ লেখা তুলে ধরার। এই চেষ্টা থেকেই আমরা আজ সাজিয়েছি, জাপানে উচ্চশিক্ষা। তাহলে আর দেরী কেনো? চলুন, নিজেই করি নিজের আবেদন।

কেন জাপানে পড়তে যাবেন?

বিশ্বে জাপানী মানুষের খ্যাতি আছে- কাজ পাগল হিসেবে। জাপান সমৃদ্ধ এক দেশ এবং আছে ঐতিহাসিক প্রেক্ষাপট, সংস্কৃতি ও শিক্ষার অসাধারণ পরিবেশ। বর্তমানে জাপানের শিক্ষা ব্যবস্থা এতোটাই উন্নত যে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পাড়ি যমাচ্ছে প্রাচ্যের এই সমৃদ্ধ দেশে। বিশাল এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিড়ে বাংলাদেশী শিক্ষার্থীরা কম নয়।

জাপান মূলত দ্বীপ রাষ্ট্র- অনেকগুলো দ্বীপ নিয়েই জাপান। জাপানের রাজধানী টোকিও আর মুদ্রা ইয়েন। এই দেশের আয়তন ১,৪৫,৯৩৭ বর্গমাইল আর এই আয়তনে বসবসা করে ১২.৫৯ কোটি লোক। বিশ্বে ১১তম ঘন বসতিপূর্ণ দেশ। অর্থনৈতিক বিচারে জ্যায়ান্ট এই দেশের জিডিপি ৫.৪১৩ ট্রিলিয়ন (বিশ্বে চতুর্থ)। জাপানী শিক্ষা ব্যবস্থা পড়াশুনার জন্য অনেক সহায়ক। আপনি চাইলে মনবুশো বা সেন্টার ফর এক্সিলেন্স বৃত্তির জন্যও আবেদন করতে পারবেন।

বুঝতেই পারছেন, জাপান আসলেই শিক্ষা বান্ধব একটি দেশ।

Study in Japan
Image Source: pexels.com

জাপানে পড়তে যাবার জন্য নূন্যতম যোগ্যতা

জাপানের প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই ইংরেজীতে কোর্স অফার করা হয়। তবে ইংরেজী ভাষায় কোর্স করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে জাপানী ভাষা শিখে যেতে অনুপ্রাণিত করবে। জাপানী ভাষা জানা থাকলে আপনি যেমন সংস্কৃতির সাথে মিশে যেতে পারবেন, সাথে পার্ট টাইম জব পেতেও সুবিধা হবে। জাপানে উচ্চশিক্ষা শুরু হয় সাধারণত ১২ বছর মেয়াদী প্রথাগত শিক্ষা শেষ হবার পর। সমস্যা নেই- কারণ বাংলাদেশের প্রেক্ষিতে আপনি HSC পাশ করলেই উচ্চ শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত। জাপানে পড়তে যেতে আপনাকে সাধারণত কিছু সাধারণ পরীক্ষার মুখোমুখিও হতে পারে, যেমনঃ Examination for Japanese University Admission for International Students (EJU), Japanese Language Proficiency Test (JLPT), TOEFL, IELTS, TOEIC ইত্যাদি। কিছু কিছু প্রতিষ্ঠান টোফেল সিবিটি স্কোর ১৫০-এর ওপর অথবা টোফেল আইবিটি স্কোর ৫২-এর ওপর চায়- আর এই স্কোরের পরিপূরক স্কোর হিসেবে IELTS 6.5/ 7.0 গ্রহণযোগ্য। যেহেতু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি TOEFL (CBT/ iBT) চায়, তাই জাপানের জন্য TOEFL (CBT/ iBT) পরীক্ষায় বসাই উত্তম। তবে সব কোর্সে আর সব বিশ্ববিদ্যালয়ে এসব পরীক্ষার প্রয়োজন পড়েনা। তাই আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ঘুরে দেখে নিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা আসলে কি কি যোগ্যতা তাদের শিক্ষার্থীদের থেকে আশা করে।

কোর্স সার্চ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

জাপানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বেশ কিছু উন্নত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। জাপানে রয়েছে পেশাদার প্রশিক্ষণ কলেজ, জুনিয়র কলেজ, প্রযুক্তি কলেজ, গ্রাজুয়েট স্কুল ও বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের সবগুলোতেই বিদেশী শিক্ষার্থী পড়তে পারে। এসব প্রতিষ্ঠান থেকে আপনি গ্রাজুয়েট, মাস্টার্স, এসোসিয়েট ডিগ্রী, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এমনকি পিএইচডি ডিগ্রীও পেতে পারেন।

জাপানের সব ভার্সিটিতেই পড়াশুনার সিস্টেম একই। তবে স্কলারশিপের জন্য পাবলিক ভার্সিটি ও ন্যাশনাল ভার্সিটি সিলেক্ট করাই উত্তম। কারণ এইসব ভার্সিটিতে স্কলারশিপ এর সংখ্যা সাধারণত বেশি থাকে। তাই গুগলে List of Public University / National university in Japan লিখে সার্চ দিলেই সব ভার্সিটি পাওয়া যাবে। সব ভার্সিটির ওয়েব পেইজ জাপান, কোরিয়ান, চাইনিজ ও ইংরেজিতে লিখা।

লিঙ্ক: http://www.mext.go.jp/en/about/relatedsites/title01/detail01/sdetail01/1375122.htm

জাপানে আপনি পড়তে পারবেন হিউমান স্টাডিজ, মানববিদ্যা, ভাষাশিক্ষা, ইতিহাস, এডুকেশনাল সায়েন্স, ল অ্যান্ড সোসাইটি, পাবলিক ল অ্যান্ড পলিসি, ট্রান্সন্যাশনাল ল অ্যান্ড পলিসি, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, জোতির্বিদ্যা, ভূ-প্রকৃতিবিদ্যা, রসায়ন, ভূ-বিজ্ঞান, মেকানিক্যাল সিস্টেমস অ্যান্ড ডিজাইন, ন্যানোমেকানিকস, এডুকেশনাল ইনফরমেটিকস, পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল লাইফ সায়েন্স, ফলিত তথ্যবিজ্ঞান, আন্তসাংস্কৃতিক সম্পর্ক, এরিয়া স্টাডিজ, বায়োসায়েন্স ও বায়োটেকনোলজি, প্রাণবিজ্ঞান, স্থাপত্য ও ভবনবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, হিউম্যান-সোশ্যাল ইনফরমেশন সায়েন্স, বায়োলজি অ্যান্ড নিউরোসাওেয়ন্স, কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্সসহ  ইত্যাদি বিষয়ে।

জাপানে প্রায় ৭০০ এর মতো ইউনিভার্সিটি রয়েছে। সাড়া বিশ্বের সেরা ইউনিভার্সিটির র‍্যাঙ্কিংয়ে প্রথম ৫০টি ইউনিভার্সিটির মধ্যে আছে জাপানের “দ্যা ইউনিভার্সিটি অফ টোকিও” আর “কিয়োটো ইউনিভার্সিটি”। সেরা ৫০০ ইউনিভার্সিটির মধ্যে কেবল জাপানেই আছে  ১৬টি ( ARWU)।

এই লিঙ্কে গেলেই  জাপানিজ ইউনিভার্সিটির র‍্যাংকিং সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে।

লিঙ্কঃhttp://www.shanghairanking.com/World-University-Rankings-2018/Japan.html

নীচে জাপানের কিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলঃ

১। Tohoku University

২। Kyoto University

৩। University of Tokyo

৪। Tokyo Institute of Technology

৫। Kyushu University

University in Japan
Image Source: Internet

বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা ও প্রয়োজনীয় ডকুমেন্টস

জাপানে বছরে ২টি সেমিস্টার পড়ানো হয়। যথাঃ এপ্রিল ১ থেকে সেপ্টেম্বর ৩০ এবং ১ অক্টোবর থেকে ৩১ মার্চ। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশি সুযোগ থাকে, Fall Semester অর্থাৎ, ১ অক্টোবর থেকে ৩১ মার্চ সেমিস্টারে।

জাপানে বিশ্ববিদ্যালয় বা যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করলে আপনাকে সাধারণত বসতে হবে স্কাইপি বা যেকোন ধরণের অনলাইন বা স্পট ইন্টারভিউতে। আর এই ইন্টারভিউতে পাশ করলেই মিলবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। পাশ করার পর কর্তৃপক্ষ জাপানী ইমিগ্রেশনের মাধ্যমে আপনার ডকুমেন্টস গ্রহন করা হবে।

বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য যেসকল প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার পরবে তার তালিকা নিচে দেওয়া হলঃ

১। একাডেমিক সার্টফিকেট এবং মার্কশীট

২। TOEFL/ JLPT 5 এর সনদ

৩। CV, মোটিভিশন লেটার ও রিকমেন্ডেশন লেটার

৪। শেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র

৫। পাসপোর্টের কপি

University in Japan
Image Source: Internet

পড়াশোনার খরচ ( টিউশন ফি) ও স্কলারশিপ

জাপানের টিউশন ফি নির্ভর করে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করবেন তার উপর। আপনি যদি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন তাহলে আপনার বছরে খরচ হবে ১০,০০০ মার্কিন ডলারের মত। লোকাল বিশ্ববিদ্যালয়ে আপনার খরচ ১১,৩৭৭ মার্কিন ডলার। আর যদি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়েন তাহলে এই টিউশন ফি হবে ৭,৯৫৯ থেকে ৬১,১২৩ মার্কিন ডলার প্রতি বছর।

জাপানে আপনি অনেক ধরণের বৃত্তির সুযোগ পাবেন। সরকারী বৃত্তির পাশাপাশি রয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত স্কলারশিপ।

জাপানে মূলত নিম্নোক্ত স্কলারশিপ সমূহ পাওয়া যায়-

 

১. MEXT স্কলারশিপ: MEXT scholarship এর জন্য দুইভাবে আবেদন করা যায়।
ক) জাপান এম্বাসি বাংলাদেশ এর মাধ্যমে: আবেদনের সময় প্রতি বছরের মে মাসে জাতীয় পত্রিকায় আবেদন ডাকা হয়। সীমিত সংখ্যক স্কলারশিপ।
লিঙ্ক: https://www.bd.emb-japan.go.jp/en/education/scholarshipNotice.html

খ) জাপানিজ ভার্সিটির মাধ্যমে: আবেদনের সময় ১ নভেম্বরের থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। ভার্সিটি রিকমেন্ডেশনের মাধ্যমে সুযোগ ও স্কলারশিপের সংখ্যাও অনেক বেশী। ২০১৮ সালে ২৬৭ জন বাংলাদেশি MEXT scholarship পায় ।

 

২. ADB স্কলারশিপ: এইখানে জিপিএ এর চাইতে বেশি দরকার ২ বছর অভিজ্ঞতা। যাদের পাশ করার পর দুইবছর জব এক্সপেরিয়েন্স নাই তারা অ্যাপ্লাই করতে পারবেনা। আর আপ্লিকেশনের তারিখ ভার্সিটির উপর নির্ভর করে।
লিঙ্ক: https://www.adb.org/site/careers/japan-scholarship-program/jsp-institutions

 

৩. World Bank স্কলারশিপ: আপ্লিকেশনের সময় সাধারণত প্রতি বছরের মার্চ মাসে।
লিঙ্ক: http://www.worldbank.org/en/programs/scholarships#3

জাপানে অনেক প্রাইভেট স্কলারশিপ আছে যা শুধু ভর্তিকৃত আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য। লিংক https://www.jasso.go.jp/index.html

জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপগুলোর ধরণ সম্পর্কে জানতে চাইলে এই লিঙ্কটি থেকে ঘুরে আসতে পারো।
লিঙ্কঃ https://www.studyjapan.go.jp/en/toj/toj0302e.html

Temple in Japan
Image Source: pexels.com

জাপানের আবাসন ব্যবস্থা

এলাকাভেদে জাপানে জীবনধারণের খরচে ভিন্নতা দেখা যায়। শহরতলি এলাকায় খরচটা গ্রামীণ এলাকা থেকে একটু বেশি। জাপানে একজন শিক্ষার্থীর জীবনধারণের খরচের বেশির ভাগই ব্যয় হয় খাদ্য ও বাড়িভাড়ার পেছনে। এ ছাড়া অন্যান্য খরচের মধ্যে রয়েছে চিকিৎসা, বীমা, বিদ্যুৎ, গ্যাস, পানি ও বিনোদন খরচ।

জাপানে আবাসিক খাতে আপনাকে খরচ করতে হবে বছরে ৪৫,০০ ইয়েন থেকে ৭৪,২৫০ ইয়েন। আর খাবার থেকে শুরু করে অন্যান্য ব্যয়, যেমনঃ যাতায়াত, টেলিফোন, ওয়াই-ফাই ইত্যাদি বাবদ বছরে খরচ পড়বে ১,৩১,৮৭৮ থেকে ১,৭৮,০৯২ ইয়েন।

হেলথ ইন্স্যুরেন্স এ বছরে সাধারণত ১৮,০০০ ইয়েন লাগবে।

ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস চেকলিস্ট

জাপানে ভিসা আবেদনের প্রথম ধাপে আপনি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি কনফার্ম হওয়ার পর আপনাকে জাপান ইমিগ্রেশন দপ্তরে জমা দিতে হবে আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র। তারা ডকুমেন্টস গ্রহণ করবে আর Ministry of Justice in Japan- এর মাধ্যমে Pre-Visa (COE) প্রদান করবে। এই Pre-Visa (COE) নিয়ে আপনি ভিসার জন্য বাংলাদেশে অবস্থিত জাপান এম্বেসীতে আবেদন করবেন।

ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের লিস্ট নীচে তুলে ধরা হলঃ

১। Pre-Visa (COE)

২। সকল ডকুমেন্টস, মার্কশিট ও সকল সনদ

৩। পাসপোর্ট ও ফটোগ্রাফ

৪। রিকমেন্ডেশন বা রেফারেন্স লেটার

৫। ব্যাংক স্টেটমেন্ট ও আর্থিক স্বচ্ছলতার ডকুমেন্টস

৬। মেডিকেল রিপোর্ট

৭। TOEFL/ JLPT 5 এর সনদ (যদি থাকে)

৮।স্কলারশিপের পেপার (যদি থাকে)

City life in Japan
Image Source: Internet

পার্ট টাইম জব এর সুযোগ ও স্থায়ী বসবাস

জাপানে আপনি সপ্তাহে ২৮ ঘন্টা আর মাসে আপনি ১২০ ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন। আর ছুটির সময় পারবেন ফুল টাইম জব করতে। পার্ট টাইম জবে জাপানে ঘন্টায় ৯০০-১২০০ ইয়েন পাওয়া যায়, বাংলাদেশী টাকায় ৭০০-৯০০ টাকার সমতুল্য।

পড়াশুনা শেষে আপনি স্টুডেন্ট ভিসাকে পরিবর্তন করতে পারবেন ফুল টাইম জব ভিসায়। এই ভিসা নিয়ে আপনি যত দিন ইচ্ছা, জাপানে থাকতে পারবেন। ৩ বছরের পর স্থায়ী বসবাসের জন্য জাপানের নাগরিকত্বের আবেদন করা যায়।

তাহলে, জাপানে আবেদনে রইলো না আর কোন বাঁধা। তাই প্রস্তুতি নেই আর করে ফেলুন নিজেই নিজের আবেদন।

Sumo - Japan
Image Source: pexels.com

তথ্যসুত্রঃ

error: Alert: Content selection is disabled!!