Loading...
November 21, 2022

হাঙ্গেরি ইউরোপের একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত। এটি মধ্যে ইউরোপের একটি ছোট দেশ। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, অস্ট্রিয়া। দেশটির আয়তন ৯৩,০৩০ স্কয়ার কিলোমিটার।স্কলারশিপ ও লেখাপড়ার পাশাপাশি কাজের সুবিধা থাকায়, বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’ দিয়ে আসছে। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইটে বলা হয়েছে, গত বছর(২০১৯) থেকে বাংলাদেশে চালু হয়েছে এই স্কলারশিপ। ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রায় পাঁচ হাজার বিদেশি শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স ও ডক্টরাল নিয়ে হাঙ্গেরিতে পড়ছেন। বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যজুয়েট ও মাস্টার্স পর্যায়ে এই স্কলারশিপ দেওয়া হয়।

স্কলারশিপ এর নাম

“ স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ”

যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে

এই স্কলারশিপ এর আওতায় আবেদন করতে পারবেন ব্যাচেলর, মাস্টার’স এবং পিএইচডি প্রোগ্রামে।

পড়তে পারবেন সকল বিষয় যেমনঃ মেডিসিন, ফার্মেসী, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, আইন, ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং ইত্যাদি। সকল বিষয় এর লিষ্ট জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট – https://stipendiumhungaricum.hu/

দেশ এবং কর্তৃপক্ষ

হাঙ্গেরি। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড অফ হাঙ্গেরি।

বৃত্তির সুযোগ সুবিধাসমূহ

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের আওতায় যা যা পাবেন-

১। টিউশন ফি সম্পূর্ণ ফ্রি।

২।ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে ১২০ ইউরো ।আর, পিএইচডি প্রোগ্রামে প্রথম ৪ সেমিস্টার ৩৯০ ইউরো ও পরবর্তী চার সেমিস্টার ৫০০ ইউরো ।

৩। ক্যাম্পাসের ডরমিটিরিতে বিনা ভাতায় থাকার ব্যবস্থা। উল্লেখ্য, ডরমিটরিতে না থাকতে চাইলে মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১২ হাজার টাকা করে দেয়া হবে বাড়ি ভাড়া ভাতা বাবদ।

৪। মেডিকেল ইনস্যুরেন্স (স্বাস্থ্যবিমা) – প্রতি বছর সর্বোচ্চ ২৭৫ ইউরো।

হাঙ্গেরিতে আপনি সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারবেন। যা দিয়ে খুব সহজেই নিজের বারতি খরচ কভার করতে পারবেন। গড়ে একজন বিদেশি শিক্ষার্থী ঘন্টায় ৮০০ HUF এবং সর্বোচ্চ ২০০০ HUF (rare) আয় করতে পারে। বড় শহর গুলোতে জব পাওয়া একটু সহজ।

আবেদনের যোগ্যতা

১। বাংলাদেশী নাগরিক হতে হবে।
২। অবশ্যই ১৮ বছর বয়স হতে হবে। বয়স ১৮ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না।
৩। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস।
৪। আইইএলটিএস স্কোর ন্যূনতম ব্যান্ড স্কোর ৫ থাকতে হবে। কিছু ক্ষেত্রে আইইএলটিএসের প্রয়োজন হয় না।
৫। আবেদনকৃত প্রোগ্রামের Entry Qualification পূরণ করতে হবে।

আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনের সময়সীমা

আবেদনের সময় প্রতি বছর জানুয়ারি এর মধ্যে। তবে হালনাগাদ ডেডলাইন জানতে নজর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এ – https://stipendiumhungaricum.hu/

যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য

বিশ্বের অনেক দেশ সহ বাংলাদেশের জন্য এই স্কলারশিপ ওপেন আছে।

Stipendium Hungaricum Scholarship
Image Source: Internet

আবেদন প্রক্রিয়া

প্রথমে,  Stipendium Hungaricum Website এ সর্বোচ্চ ২ টি প্রোগ্রামে আবেদন করতে হবে। শুধু মাস্টার্স অথবা শুধু পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যাবে।

আবেদনের লিংক – https://apply.stipendiumhungaricum.hu/

তারপর, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইন আবেদনের পাশাপাশি যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ডকপিও শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

অনলাইন আবেদনের লিংক – http://scholar.banbeis.gov.bd/hungary/

সর্বশেষ,  অনলাইন আবেদন সম্পন্ন করার পর আবেদনের কপি সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিচের ঠিকানায় জমা দিতে হবে।

প্রাপকের ঠিকানা- 
যুগ্নসচিব (বৃত্তি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়,
বাংলাদেশ সচিবালয় , ঢাকা।

আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দিতে হবে।

বি. দ্রঃ শুধু পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের আগে সুপারভাইজারের কাছ থেকে Statement of the Supervisor নিতে হবে। তারপর, আবেদন শুরু করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে:

১। পাসপোর্ট
২। একাডেমিক সার্টিফিকেট এবং নম্বর পএ
৩। জন্ম নিবন্ধন অথবা এনআইডি
৪। রিকমেন্ডেশন লেটার (২ টি)
৫। মোটিভেশান লেটার
৬। সিভি
৭। মেডিকেল সার্টিফিকেট
৮। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট (যদি থাকে)
৯। আইইএলটিএস স্কোর (ভার্সিটির রিকোয়ার্মেন্ট অনুযায়ী)

টপ ইউনিভার্সিটি অফ হাঙ্গেরি

১। Semmelweis University
২। Eötvös Loránd University
৩। University of Pécs
৪। University of Debrecen

স্কলারশিপটি অন্য অনেক স্কলারশিপের মতো প্রতিযোগিতা পূর্ণ নয়। তাই মোটামুটি রেজাল্ট, আইইএলটিএস স্কোর ভালো থাকলে চেষ্টা করে দেখতে পারেন।
লেখাপড়া শেষে অন্য সব ইউরোপীয় দেশের মতো হাঙ্গেরি ও আপনাকে জব খোঁজার ভিসা দিবে।যদি সেই সময়ের মধ্যে জব ম্যানেজ করতে পারেন তবে থেকে যেতে পারবেন।

তথ্যসুত্রঃ

November 21, 2022

বিদ্যা অর্জনের জন্য সুদূর চীনে যাবার বিধান আছে। সেই বিচারে হাঙ্গেরী কি খুব দূর? আপনারা যারা বিদেশে পড়তে যেতে চান, তাদের জন্য আজ নতুন এক ডেস্টিনেশন নিয়ে হাজির হয়েছি। আজ তুলে ধরব হাঙ্গেরীতে উচ্চ শিক্ষার যাবতীয় বিষয় আশয়। তাই, সিট বেল্ট বেঁধে ফেলুন- আমাদের ফ্লাইট এখনি ঊড়াল দেবে হাঙ্গেরীর উদ্দেশ্যে।

Study in Hungary
Image Source: pexels.com

কেন হাঙ্গেরী পড়তে যাবেন?

অস্ট্রিয়া, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন, সার্বিয়া, রমানিয়া, স্লোভেনিয়া এই দেশগুলোর ঠিক মাঝে অবস্থিত দেশ হাঙ্গেরী। এই দেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত আর সেঞ্জেন চুক্তির আওতায় আছে। তাই, হাঙ্গেরীতে পাড়ি জমাতে পারলে আপনি বিনা বিপত্তিতে ঘুরে আসতে পারবেন ইউরোপের অন্যান্য দেশগুলোতে।

দানিয়ুব নদীর তীরে অবস্থিত বুদাপেস্ট, হাঙ্গেরীর রাজধানী ও পৃথিবীর অন্যতম বাসযোগ্য ও উন্নত শহর। এই দেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় ইংরেজী ও হাঙ্গেরী ভাষায়। এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো রিসার্চের জন্য বিখ্যাত- শুধু তাই নয়, শিক্ষা কার্যক্রমে বাস্তবিকধর্মী করতে অনেক প্রশিক্ষণ ও ফ্যাক্টরী এটাচমেন্ট থাকে। এছাড়া হাঙ্গেরীতে পড়াশুনার খরচও ইউরোপের অন্যান্য দেশের থেকে কম।

এই দেশে প্রায় ৯৩,০৩০ বর্গকিলোমিটার আয়তনে বসবাস করে প্রায় ১ কোটি লোকের বসবাস। এই দেশের অফিসিয়াল ভাষা হাঙ্গেরিয়ান এবং মুদ্রার নাম ফরিন্ট (HUF).

হাঙ্গেরীর কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় হলঃ

১। Budapest University of Technology and Economics

২। Eötvös Loránd University Budapest

৩। University of Szeged

হাঙ্গেরীতে পড়তে যাবার জন্য নূন্যতম যোগ্যতা

হাঙ্গেরীতে ব্যাচেলর পড়তে গেলে আপনাকে HSC অথবা ডিপ্লোমা পাশ করে আসতে হবে। অনেক কোর্সে ভর্তির জন্য আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হতে পারে। অথবা প্রিপেরোটরী কোর্সে ভর্তি হতে হবে। ব্যাচেলর কোর্স গুলোর অধিকাংশই হাঙ্গেরিয়ান ভাষায় করানো হয়। তবে অল্প সংখ্যক ইংরেজী কোর্সও আছে। আর মাস্টার্সে ভর্তি হতে ব্যাচেলর আর পিএইচডি প্রোগ্রামে ভর্ত হতে প্রয়োজন পড়বে মাস্টার্স ডিগ্রীর।

হাঙ্গেরীতে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে IELTS স্কোর প্রয়োজন পরবে ৫.০ থেকে ৬.০ আর TOEFL স্কোর পড়বে ৬০ থেকে ৮০। মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামে IELTS স্কোর প্রয়োজন পরবে ৫.৫ থেকে ৬.৫ আর TOEFL স্কোর প্রয়োজন পরবে ৭০ থেকে ৯০।

University in Hungary
Image Source: Internet

বিশ্ববিদ্যালয় ও কোর্স ভেদে যোগ্যতার তারতম্য হয়। তাই আবেদনের সময় আপনার বিশ্ববিদ্যালয় ও কোর্স অনুযায়ী যোগ্যতাগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন।

কোর্স সার্চ ও কোর্স নির্বাচন

হাঙ্গেরীতে অনেক কোর্স ও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই, আপনাকে নিজের পছন্দের কোর্স খুঁজে পেতে আশা করি খুব একটা কষ্ট হবে না। হাঙ্গেরীতে কোর্স খুঁজতে নিচের লিঙ্কটিতে ঘরে দেখতে পারেনঃ

http://studyinhungary.hu/study-in-hungary/menu/find-a-study-programme/study-finder.html

এই দেশে সাধারণত বছরে ২ টি সেশনে আবেদন কয়ার সুযোগ আছে। প্রথমটি হল ১ এপ্রিল থেকে ১ জুলাই এবং দ্বিতীয়টি হল ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর। তবে কোর্সের সময় অনেক সময় পরিবর্তিত হতে পারে। তাই আবেদনের সময় জানতে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ঘুরে আসুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আপনার আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তা নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের উপর। তাই আপনার উচিত হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ঘেটে সব কিছু জেনে নেওয়া। সাধাণত নিম্নোক্ত ডকুমেন্টস আপনার আবেদনের সময় চাওয়া হয়ঃ

১। পূরণকৃত আবেদন ফর্ম

২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট এর সত্যায়িত কপি

৩। আইইএলটিএস (ন্যূনতম ৬.০) / জার্মান B2 সনদ

৪। এন আই ডি/পাসপোর্ট কপি

৫। মোটিভেশন লেটার/ সিভি/ রেফারেন্স লেটার

৬। কাজের অভিজ্ঞতা/ রিসার্স পেপার (যদি প্রয়োজন হয়)

 

অনেক সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন পরীক্ষা নিয়ে থাকে। তাই এই ব্যাপারে অবশ্যই ভালো করে খোঁজ নিতে হবে। প্রয়োজনে বিশেবিদ্যালয়ের Admission Office-এ যোগাযোগ করা যেতে পারে। অন লাইন পরীক্ষা নেবার পর বিশ্ববিদ্যালয় আপনার ফলাফল জানাবেন। বিশ্ববিদ্যালয় আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিতে পারে। সেক্ষেত্রে শর্ত পূরণ ও নির্দিষ্ট ব্যাংক একাউন্টসে টিউশন ফি প্রদান করলেই অফার লেটার দিয়ে থাকে।

Students in Hungary
Image Source: Internet

টিউশন ফি

হাঙ্গেরীতে পড়াশুনা করতে প্রতি বছর ২৫০০ ইউরো থেকে ১০,০০০ ইউরো প্রয়োজন হতে পারে। কিন্তু আসলে কত অর্থের প্রয়োজন হবে, সেটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই জেনে নিতে হবে।

ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস চেকলিস্ট

হাঙ্গেরীর এম্বেসী বাংলাদেশে নেই। তাই আপনাকে যেতে হবে ইন্ডিয়ার নয়া দিল্লীতে। ভিসার জন্য আবেদন করতে আপনাকে প্রদান করতে হবে ৫০ ইউরো আর সময় লাগবে ৪ থেকে ৫ সপ্তাহ।

আপনার ভিসা আবেদনের জন্য প্রয়োজন পড়বেঃ

১। পাসপোর্ট (কমপক্ষে ১ বছর ভ্যালিডিটি থাকতে হবে) সাথে ফটোগ্রাফ

২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট এর সত্যায়িত কপি

৩। ভিসা আবেদন ফর্ম

৪। বিশ্ববিদ্যালয়ের অফার লেটার

৫। স্বাস্থ্য বীমার যাবতীয় ডকুমেন্টস

 

দিল্লী এম্বেসীর ওয়েব ঠিকানাঃ

https://delhi.mfa.gov.hu/eng

Life in Hungary
Image Source: pexels.com

আবাসন ব্যবস্থা ও জীবনযাত্রার ব্যয়

হাঙ্গেরীতে আবাসন খাতে আপনাকে জায়গা ও শহর ভেদে ১৯০ থেকে ২৩০ ইউরো খরচ হবে। আপনি চাইলে এই শহরে ৫৫০ থেকে ৮৫০ ইউরোর মধ্যে যাবতীয় ব্যয় বির্বাহ করতে পারবেন।

পার্ট টাইম জব

হাঙ্গেরীতে বিদেশী শিক্ষার্থী হিসেবে আপনি সপ্তাহে ২৪ ঘন্টা পার্ট টাইম কাজ করার সুযোগ পাবেন। আপনি যদি হাঙ্গেরী ভাষা জানেন তাহলে পার্ট টাইম কাজ পেতে সুবিধা হবে।

পড়ালেখা শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ

হাঙ্গেরীতে আপনি খুব সহজেই স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আপনি যদি আইনসিদ্ধ ভাবে হাঙ্গেরীতে ৩ বছর থাকেন তাহলে আপনি National Permanent Residence Permit (NPRP) বা (Állandó tartózkodási kártya) পেয়ে যাবেন। শুধু তাই নয়, যদি হাঙ্গেরীর নাগরিকত্ব পেয়ে যান তাহলে সেই ডকুমেন্টস দিয়ে আপনি ফ্রান্স, পর্তুগাল, ইতালি গিয়ে আইনী প্রক্রিয়ায় বসবাস করার সুযোগ পাবেন।

Life in Hungary
Image Source: Internet

তথ্যসুত্রঃ

error: Alert: Content selection is disabled!!