ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।এই বিশ্ববিদ্যালয়ে উন্নয়নশীল দেশ ও মধ্যম আয়ের দেশের মেধাবী নাগরিকদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। এই স্কলারশিপের মধ্যে শিক্ষার্থীগণ ফুল, হাফ বা পারশিয়াল স্কলারশিপের ব্যবস্থা রিয়েছে। তবে মনে রাখতে হবে আপনি শুধু একটি মাত্র স্কলারশিপেই আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে কয়েক ঘন্টা ভলেন্টিয়ারিং করতে হয়। প্রথম বছর স্কলারশিপ পাওয়ার পর যদি আপনি ভালো ফলাফল না করেন, তাহলে এই স্কলারশিপ বাতিল করে দেওয়া হবে।
November 23, 2022
ওয়েস্টমিনিস্টার ফুল ইন্টারন্যাশনাল স্কলারশিপ (যুক্তরাজ্য)
Author By admin Categories ইংল্যান্ড, উচ্চ শিক্ষা
2022 madhyamik scholarship, koto number pele scholarship, madhyamik 2022 scholarship, madhyamik a koto pele scholarship, madhyamik pass scholarship, madhyamik scholarship, madhyamik scholarship 2022, scholarship after madhyamik 2022, scholarship news today west bengal, sridam mandal, sridam mondal, svmcm, svmcm scholarship 2021-22, west bengal scholarship 2022, প্রধানমন্ত্রী আবাস যোজনা কত টাকা পাব, বাংলার আবাস যোজনা, বাংলার বাড়ি, বাংলার বাড়ি প্রকল্পের