জাপান উচ্চশিক্ষার এক অন্যতম জনপ্রিয় স্থান। আর এই দেশে উচ্চশিক্ষায় প্রণোদনা দেওয়ার জন্য দেওয়া হয় অনেক স্কলারশিপ। জাপানের অন্যতম জনপ্রিয় ও প্রথিতযশা স্কলারশিপ প্রোগ্রাম হল মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি। এটি মনবুশো, মেক্সট নামেও পরিচিত। এই স্কলারশিপ প্রোগ্রামে যাত্রা শুরু করে ১৯৫৪ সাল থেকে। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাপানী বিশ্বিদ্যালয়ে অধ্য্যনের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যায়। অথবা, সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও আবেদন করা যায়।