বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্কলারশীপগুলোর মধ্যে যুক্তরাজ্য সরকার প্রদত্ত কমনওয়েলথ স্কলারশীপ অন্যতম। কমনওলেথ স্কলারশিপ দেওয়া হয় কমনওলেথ ভিত্তিক অনুন্নত ও উন্নয়নশীল দেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের। এই স্কলারশিপের যাত্রা শুরু হয় ১৯৮৩ সাল থেকে আর এই প্রোগ্রামের অর্থায়ন করে Department of International Development। প্রায় ৩৫০০০ জন এখন পর্যন্ত কমনওয়েলথ স্কলারশিপ ও ফেলোশিপ পেয়েছেন। প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বাংলাদশ কমনওলেথের আওতায় হওয়ায় বাংলাদেশী শিক্ষার্থীরা এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারে। এই বৃত্তি উদ্যোমী ও প্রতিভাবান শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগের জন্য প্রদান করা হয়ে থাকে।
November 23, 2022
কমনওয়েলথ স্কলারশীপ – যুক্তরাজ্য
Author By admin Categories ইংল্যান্ড, উচ্চ শিক্ষা
usa স্কলারশীপ, ইংল্যান্ডের স্কলারশিপ, ইংল্যান্ডের স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, উচ্চশিক্ষায় কাতার, কমনওয়েলথ, কমনওয়েলথ ২০২১, কমনওয়েলথ বৃত্তি, কমনওয়েলথ বৃত্তির আবেদন, কমনওয়েলথ স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপে সফলতা, কীভাবে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ১০০% স্কলারশিপ পেলাম, পাবলিক লেকচার, মুনজেরিন টেন মিনিট স্কুল, শেভেনিং স্কলারশিপ ২০২১-২০২২, স্কলারশিপ, স্কলারশিপ পাওয়ার উপায়, স্কলারশীপ